আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

জাবির সিন্ডিকেটে  দুই নতুন মুখ

জাবি প্রতিনিধি :  হাবিবুর রহমান সাগর:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সদস্য হিসেবে মনোয়ন পেয়েছেন দুই অধ্যাপক।

তারা হলেন,জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফ-উল আলম।

মঙ্গলবার (২১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২ (১) (জি) ও ২২ (৩) ধারা অনুযায়ী জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ- উল-আলম কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ (দুই) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

অনুভূতি ব্যক্ত করে ড. অজিত কুমার মজুমদার বলেন, ‘শিক্ষকতা জীবনের শেষে এসে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হওয়া এটা আমার কাছে প্রাপ্তি এবং সম্মানজনক বলে মনেকরি।

এজন্য আমি মাননীয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আমি ধন্যবাদ জানাই, মাননীয় উপাচার্যকে। আমার অতীত অভিজ্ঞতা থেকে এবং আমার সর্বোচ্চ দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার চেষ্টা করবো।’

অনুভূতি জানিয়ে আশরাফ-উল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হওয়া নিশ্চয়ই আনন্দের। আমাকে মাননীয় চ্যান্সেলর সদস্য হিসেবে মনোনীত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ