আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

জাবিতে তথ্য অধিকার আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে “তথ্যে প্রবেশাধিকার এবং তথ্য অধিকার আইন, ২০০৯” শীর্ষক একটি সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার  (২১ মার্চ) সেমিনারটি  বিভাগের সেমিনার কক্ষে  সকাল দশটা’য় শুরু হয়ে দুপুর বারোটা’য় শেষ হয়।

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর নির্বাহী পরিচালক বলেন, ” তথ্য অধিকার আইন শুধু সাংবাদিকদের জন্য নয় সাধারণ মানুষের জন্য ও। একজন মানুষের তথ্য জানার অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, ২০০৯ সালের এই আইন সম্পর্কে দেশের এখনো সিংহ ভাগ মানুষেরই আজানা।  ২০১৯ সালের একটি সমীক্ষা অনুযায়ী দেশের মোট ৭.৭ শতাংশ মানুষ এই আইন সম্পর্কে জানেন আর যার মধ্যে ৪.৯ শতাংশ রয়েছে তরুনেরা।কিভাবে একজন সাধারন মানুষ তার তথ্য অধিকার নিশ্চিত করতে পারবে সে সম্পর্কে তিনি আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা  বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ