আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রিফাত-রবিউলের নেতৃত্বে কুমিল্লার আঞ্চলিক সংগঠন “বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ” কমিটি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো: রবিউল হোসেন।

রবিবার(১৮ মার্চ) সংগঠনটির উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার ও সংগঠনের সাবেক সভাপতি মোশাররফ হোসাইন এবং সাবেক সম্পাদক প্রিতম সেনের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মুজিবুর রহমান, তানজিনা আক্তার, মহিউদ্দদিন মাহি প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাইদুল ইসলাম, মো: আব্দুল্লাহ রহমান, মো: সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন এইচ এম আলভীর ভূঁইয়া, অর্থ সম্পাদক হিসেবে নাজমুল হাসান জুয়েল এবং দপ্তার সম্পাদক পদে আসিফুর রহমান দীপু মনোনীত হয়েছেন।

এছাড়াও ছাত্রী বিষয়ক সম্পাদক, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আছেন যথাক্রমে ফাহমিদা সুলতানা,নাজমুল হাসান, ইশরাত জাহান ইকরা। রয়েছে ১৪ সদস্যের কার্যকরী কার্যনির্বাহী সদস্য দল ।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য কমিটি কার্যকর থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ