আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নিটারে মহান স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল”

শান্ত মালো, নিটার প্রতিনিধি 
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ এ নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি দলে ২৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
ইতিমধ্যে, রাউন্ড পর্বসহ সেমিফাইনাল এর প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। ১৫ই মার্চ নিটার কনফারেন্স রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে আনবিটেবল ৩, ফাইটারস অফ আর্গুমেন্ট, ট্রাইওড,ওয়াটস দ্যা ফ্যাক্টর,নিটার থ্রি বিলিভারস,ফনিক্স,জাগরণ,আভাস ৭১।
ফাইনালে অংশ গ্রহণ করবে আনবিটেবল ৩ এবং ফাইটারস অফ আর্গুমেন্ট। আনবিটেবল ৩ এ তে নের্তৃত্ব দিবেন আপন কর (১০ম ব্যাচ), নবনিতা ঘোষ স্বপ্নীল(১১ম ব্যাচ), মোর ওমর কায়েম ওমি(১২ম ব্যাচ)।
ফাইটারস অফ আর্গুমেন্টে নেতৃত্ব দিবেন মাহমুদুল হাসান জিহাদ(১০ম ব্যাচ), রাজিন মাহমুদ(১১ম ব্যাচ), শামস হোসেন(১২ম ব্যাচ)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিটারের প্রিন্সিপাল  ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। সেই সাথে উপস্থিত থাকবেন  নিটারডিএস এর মডারেটর রায়হান আহমেদ জয় সহ আরও অনেক শিক্ষকমন্ডলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ