আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

ববিতে সাংবাদিক সন্দেহে শিক্ষার্থীর মোবাইল ভাঙচুর ছাত্রলীগের বিরুদ্ধে

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নাভিদ গ্রুপের এক কর্মীর বিরুদ্ধে এক সাধারণ শিক্ষার্থীর মোবাইল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ৷

সোমবার (৬ মার্চ) রাত ১১টায় বঙ্গবন্ধু হলের সামনে ছাত্রলীগ নামধারী (নাভিদ গ্রুপ) এর মিছিল চলাকালীন সময়ে এক সাধারণ শিক্ষার্থী ভিডিও ধারণ করে ৷

এ সময় নভিদ গ্রুপের এক কর্মী টের পেয়ে ঐ শিক্ষার্থীর দিকে তেঁড়ে এসে ফোনটা ছিনিয়ে নিয়ে ভাংচুর ও পাড়া দিয়ে ফোনটা একবারে নষ্ট করে ফেলে ৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক সন্দেহে এমনটা হয়েছে বলে মনে হয় ৷ স্লোগানের ভিডিও ধারণ করায় ফোন ভাঙতে হবে কেন বিষয়টি নিয়ে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মাঝেও রয়েছে প্রশ্ন!

সহপাঠী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অষ্টম ব্যচ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাসিম খান সাগর ৷ ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোন রাজনৈতিক,সামাজিক সংগঠনের সাথে যুক্ত নয়৷

এদিকে বঙ্গবন্ধু হলের অবৈধ শিক্ষার্থীদের উচ্ছেদে ও বৈধ শিক্ষার্থীদের তাদের নিজ নিজ সিট উঠিয়ে দিতে রাত ৯টায় হলে আসেন হল প্রশাসন ৷ হল প্রশাসন হলে থাকাকালীন সময়ে মোবাইল ভাংচুর হয়েছে বলে জানা যায় ৷

অভিযুক্ত মোবাইল ভাংচুরে জড়িত ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ সেশনের শাওন ৷ যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নাভিদ গ্রুপের কর্মী৷

বিষয়টি নিয়ে অভিযুক্ত শাওনের সাথে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় ৷

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট মো. আরিফ হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি ৷ যদি অভিযোগ পায় তাহলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবো ৷

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কোন কমিটি হয় নি ৷ বিভিন্ন সময়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে স্বঘোষিত অনেক নেতা ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়ে আসছে ৷ প্রসঙ্গত ,নাভিদ সিটি মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ