আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

চাঁদা না পাওয়ায় বাড়িতে হামলা, আতঙ্কে বৃদ্ধ দম্পতি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের বলিয়াপুর কোন্ডা এলাকায়  চাঁদা না পাওয়ায় বাড়িতে হামলা চালিয়েছে একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এতে আতংকে আছে বাড়ির মালিক বৃদ্ধ দম্পতি।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে বলিয়াপুর বলিয়াপুরের দর্গাপাড়া কোন্ডা এলাকায় গিয়ে ওই গাড়ি ভাঙচুরের চিত্র দেখা গেছে।

এরআগে, বুধবার (০৪ ডিসেম্বর) রাতে সেই বাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। পরে থানায় অভিযোগ করে ভুক্তভোগীরা।

বাড়ির মালিক মরিয়ম বলেন, স্থানীয় সন্ত্রাসী জাহিদুল ইসলাম জীবন ও তার সাথে কয়েকজনে নিয়ে গতকাল রাতে আমাদের বাড়িতে হামলা করে৷

এসময় বড় বড় ইট দিয়ে ঢিল মারার কারণে বাড়ির ভেতরে থাকা আমাদের ভারাটিয়ার প্রাইভেট কারে ভেঙে যায়। এছাড়া বাড়ির গেট ভাঙার চেষ্টা করে তারা।

এরআগেও চাঁদা দাবি করেছে জীবন সেটা না দেওয়ায় নানা হুমকি ধামকি দিয়েছিলো। পরে গত বছরের ২৭ অক্টোবর থানায় একটি জিডি করি৷ আজ আবার হামলা চালিয়েছে আমরা আতঙ্কে আছি। আমরা থানায় গিয়ে অভিযোগ করেছি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ