আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতন, আটক -১

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে টাকা চুরির অপবাদে শিশুকে খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় মোসা. রাবেয়া বেগম নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নির্যাতনের শিকার শিশু আজমীর মা পারভিন বেগম দুইজনকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবেয়াকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন,

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ৯ বছর বয়সী শিশু আজমীকে পাঁচশত টাকা চুরির সন্দেহে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও চড়-থাপ্পড় দেন পাঙ্গাশিয়া গ্রামের বাহার নামের এক ব্যক্তি।

এতে বাহারকে সহযোগিতা করেন তার স্ত্রী রাবেয়া বেগম। পরে খবর পেয়ে শিশু আজমীর মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঙ্গলবার বিকালে আজমীর মা থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আরো বলেন, ওই মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামী রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়।

মূল অভিযুক্ত বাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এজন্য তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই তাকেও গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ