আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

পাথরঘাটায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা

পাথরঘাটা বরগুনাপ্রতিনিধি: তাওহীদুল ইসলাম:

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল হাফেজি মাদরাসা থেকে কোরআনের হেফজ সম্পন্ন করায় ১৪ জন ছাত্রকে পাগড়ি দিয়ে সন্মাননা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মাছেরখাল হাফেজি মাদরাসার মিলনায়তনে এ পাগড়ি প্রদান করা হয়। মাদ্রাসার কতৃপক্ষ এ আয়োজন করে।

এ সময় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রবীন আলেম মাওলানা আব্দুস সোবহান, পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল হক,

পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার মুদাররেস মো. ইয়াসিন নেগাবান, মাছেখাল ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।

রফিকুল ইসলাম দুলাল জানান, ২০০৩ সাল থেকে সুনামের সাথে মাছেরখাল হাফেজি মাদরাসাটি পরিচালনা করে আসেছি। গত ১৫ বছর ধরে এই মাদরাসা থেকে ১৭০ জন সুনামের সহিত কোরআনের হাফেজ বের হয়েছেন।

এই মাদরাসাটি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই আমি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ