আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

পাথরঘাটায় সাড়ে ৭ মন হাঙরসহ আটক ১

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহীদুল ইসলাম:

গভীর সমুদ্র থেকে হাঙর শিকার করে বরগুনার পাথরঘাটা শুঁটকিপল্লিতে নেওয়ার পথে নিষিদ্ধ সাড়ে ৭ মণ (৩শ কেজি) হাঙর মাছ ট্রলার ও মাঝি মনিরকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কেএম শফিউল কিঞ্জল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকায় একটি ডিঙ্গি নৌকা তল্লাশি করে ১ হাজার ২শ পিস (৩শ কেজি) হাঙর মাছ জব্দ করা হয়।

পাথরঘাটা উপজেলার পৌর শহরের মো. শাহজাহান ঘরামির ছেলে মনিরকে আটক করা হয়। জব্দকৃত হাঙর মাছ বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে। আটক মনির মুচলেকা নিয়ে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে।

বন-বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ শহিদ উদ্দিন ভোরের আকাশ-কে বলেন, বন্য প্রাণী আইনে সমুদ্রে সব ধরনের হাঙর শিকার নিষিদ্ধ। তবে বাজার চাহিদা থাকায় কিছু অসাধু জেলেরা অবৈধভাবে হাঙর শিকার করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ