আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

ভোলা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী- শাবিনা

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ভোলা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন ভোলার লালমোহনের শাবিনা ইয়াসমিন ।

তিনি আসন নাম্বার ০৩ বোরবানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন নারী সদস্য হিসাবে পুনরায় আপনাদের দোয়া ও সমর্থন কামানা করছেন।

শাবিনা ইয়াসমিন ভোলা জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও লালমোহন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়:- গত ২৩ আগস্ট ভোলা জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে।

এরই ধারাবাহিকতায় লালমোহন থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন চতুর্থ জেলা পরিষদ নির্বাচনে আসন নাম্বার০৩ এর সংরক্ষিত নারী সদস্য শাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি আবার ও বিপুল ভোটে নির্বাচিত হব বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে আসন নাম্বার ০৩ এর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ