আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

তারেক রহমানের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ

ধামরাই প্রতিনিধি :

২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়ে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ মিছিল করে ধামরাই উপজেলা ছাত্রলীগ।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে গ্রেনেড হামলা করা হয়।

গ্রেনেড হামলার ঘটনায় হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগ আনা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকায় বিএনপি-জামায়াতকে দায়ী করে ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কিন্তু রায়ে মূল পরিকল্পনাকারী বিএনপির তারেক জিয়াসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, যা আমরা মেনে নিতে পারছি না।

তারা বলেন, রাষ্ট্রপক্ষের উচিত উচ্চ আদালতে রায় পুনঃবিবেচনার আবেদন করে মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না।

এর জন্য মামলাটির পূর্ণ তদন্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া আসামি মূল হোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ প্রদানের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মানিক মিয়া,

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী, সুয়াপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্নাসহ সংগঠনটির উপজেলা কমিটির বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ