আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতেই ২১ আগষ্টের গ্রেনেড হামলাঃ এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালের ২১ আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়।

হামলার একমাত্র উদ্দ্যেশই ছিল আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দু:শাসনকে চিরস্থায়ী করা।

তবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

২১ আগস্ট রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ, লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা এবংসকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ