আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

সিরিজ বোমা হামলার প্রতিবাদে আশুলিয়া থানা ছাত্রলীগের কালো পতাকা মিছিল 

সাভার, প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আশুলিয়া থানা ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

বুধবার (১৭ আগস্ট) বিকালে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত পাপ্পুর নেতৃত্বে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিলটিতে বিভিন্ন ইউনিয়নের সকল নেতাকর্মীরা এসে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়ে

সেখান থেকে মিছিলটি শুরু করে ঢাকা-টাঙ্গাইল ডিইপিজেড মহাসড়ক পদক্ষীণ করে বাইপাইল ত্রি-মোড়ে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে এ দিবস উদযাপনে কালো পতাকা মিছিলে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভাপতি মোঃ ইয়াসির আরাফাত পাপ্পু তার বক্তব্যে বলেন, সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদ ছিল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এসময় জামায়াত বিএনপি জেএমবি

জঙ্গিবাদসহ কুলাঙ্গারদের দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা রাজপথে আশুলিয়া থানা ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ বাদে বাকি ৬৩ টি জেলায় বিএনপি জামায়াতের মদদপুষ্ট কুলাঙ্গার জঙ্গিরা এক হাজার দুইশত কোটি টাকা খরচ করে সিরিজ বোমা হামলা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখনই এই দেশকে এগিয়ে নিতে যান এই জামায়াত শিবিরের মদদপুষ্ট জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আশুলিয়ার মাটিতে স্বাধীনতা বিরোধীদের কোন জায়গা হবেনা বলে উল্লেখ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু তাওহীদ সৌরভ, সহ-সভাপতি শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ হোসেন অপু,
সাংগঠনিক সম্পাদক সাগর সহ আশুলিয়া থানার সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ