আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজের যাতায়াতের ভাড়া নির্ধারণ

মোঃ মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ

ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার এলাকায় ব্রিজ ভেঙ্গে পড়ায় জনসাধাণের পাড়াপারে নৌকা ভাড়া ৫টাকা ও মটর সাইকে ২০টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদারের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা করে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সাথে আগামী মঙ্গলবারের মধ্যে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ পূণঃ নির্মাণ শেষ হবে বলে সভায় উপস্থিত সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমূল ইসলাম জানান।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা,

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার , কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, কাচিয়া ইউপি চেয়ারম্যান আঃ রব কাজী, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির,

লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, সহ-সভাপতি মোঃ এনামুল হক রিংকু, সাবেক সভাপতি মোঃ আবদুস সাত্তার, সহসাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ, প্রচার সম্পাদক মোঃ নোমান,

আলোচিত কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি মোঃ মুশফিক হাওলাদার, আমাদের অর্থনীতির লালমোহন প্রতিনিধি মোঃ ইব্রাহিম আকাশসহ বিভিন্ন সাংবাদিকগণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ