আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

গাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি ২৫ কিশোরকে সতর্ক গাড়ি আটক

মোঃ মুশফিক বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভোলায় গতকাল বুধবার (৪ মে) সকাল সাড়ে দশটার দিকে শহরের সরকারি স্কুল মোড় এলাকায় সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করায় ১টি পিকআপ গাড়ি আটক করেছেন ভোলা সদর মডেল থানা পুলিশ।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পিক-আপে থাকা ২৫ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।তবে আটককৃত পিকআপটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে।

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪ টায় তথ্য নিশ্চিত করে ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঈদের পূর্ব থেকেই জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

এবং যাঁরা জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় ভোলা সদর মডেল থানা পুলিশ পিকআপ গাড়িটিকে আটক করে ভোলা সদর ট্রাফিক বিভাগের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

পুলিশ সুপার সচেতন নাগরিক সমাজকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ