আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

স্বেচ্ছাসেবীর রক্ত চুরি করে বিক্রি করায় হাসপাতাল কর্তৃপক্ষ কে জরিমানা

শ্রীপুর প্রতিনিধিঃ

শ্রীপুরে নিউ পদ্মা ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ এক স্বেচ্ছাসেবীর দেওয়া রক্ত রোগীর কাছে ৬০০০ টাকা বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে আজ স্বেচ্ছাসেবক কর্মী সহ সাধারন মানুষ বিক্ষোভ করেছেন।
রক্তদানকারী সংঘঠিন সিএইচবি র সদস্যরা জানান, এক সদস্য বিপ্লব এক সিজারিয়ান অপারেশনের রোগীকে রক্ত দান করেন।

পরে ওই রক্ত রোগীর কাছে ৬ হাজার টাকা বিক্রি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে আন্দোলন করে স্বেচ্ছাসেবী সদস্যরা।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলামের নেতৃত্বে ওই হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ সবার কাছে ক্ষমা চেয়েছেন। এবং রোগীকে বিনামূল্যে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম জানান, রোগীর কাছ থেকে রক্তের জন্য যে ৬ হাজার টাকা নিয়েছে সেটা ফেরত দিতে হবে। এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ