আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

শিরিন বেগমকে ফিরে পেতে চায় তার পরিবার

নিজস্ব প্রতিবেদক :

১৬ ই মার্চ বুধবার সকালে আনুমানিক ৮ঃ১০ মিনিট বাড়ির বাহির হয়ে বাড়িতে ফিরেনি শিরিন বেগম (৬০). প্রতিদিন সকালে বাড়ি থেকে বাহির হয়ে বিকেলে বাড়িতে ফিরতো।

সাভারের রাজাশন বকুলের স্ত্রী শিরিনকে বিগত ২ দিন যাবৎ খুজে না পেয়ে ১৭ ই মার্চ বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় সাধারণ ডাইরী করেন তার মেয়ে তাহমিনা। ডাইরী নং ১৩৪০,এসআই সজল খানকে এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি আমলে নেওয়ার জন্য।

সাধারণ ডাইরীর বর্ণনা মতে ৬০ বছরের বয়সী শিরিন শরীরের উচ্চতা ৪ ফিট ৫ ইঞ্চি। ডিম্বাকৃতি মুখমন্ডল,গায়ের রং শ্যামবর্ন।বাড়ি থেকে বাহির হবার সময় লাল রঙের শাড়ী,নাল রঙের ব্লাউজ,এ্যাশ কালারের ওড়না গায়ে ছিল।

প্রতিবেশীদের বাড়ি সহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। এখনো পর্যন্ত খোজাখুজি অব্যাহত রয়েছে।
কোনো হৃদয় বান ব্যাক্তি শিরিন বেগমের সন্ধান বা খুঁজে এনে দিতে পারলে তাহার জন্য সন্মানিত করা হবে বলে জানান শিরিন বেগমের মেয়ে তাহমিনা।

হারিয়ে যাওয়া শিরিন বেগমের বাড়িতে যোগাযোগ করার জন্য নিচে তাদের মোবাইল নাম্বার দেওয়া হলো।
১) শিরিনের মেয়ে তাহমিনা –
মোবাঃ 01759 660387
২) শিরিনের ছেলে শাকিল –
মোবাঃ 01956 109895

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ