আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

শ্রীনগরে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি

মো.আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোট গ্রহন চলছে। সকাল হতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে এবার ভোট কেন্দ্র গুলোতে নারী ও তরুণ ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।
সরোজমিনে, তন্তর ইউনিয়নের সিংপাড়া, আটপাড়া, সদর ইউনিয়নের আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,দয়া হাটা গাউসুল আজম জিলানী দাখিল মাদ্রাসা কেন্দ্র,সরকারি পাইলট উচ্চ বিদ্যাল কেন্দ্র, আমিন উদ্দিন মসজিদ কেন্দ্রসহ কমপক্ষে ৮টি কেন্দ্র ঘুরে দেখা গেছে এতে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এসব কেন্দ্রে নারী ও তরুণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন।
তন্তর ইউনিয়নের শিংপাড়া কেন্দ্রে ভোট দিতে আসা নাসিমা বেগম জানান, এক ঘন্টা আগে ভোট দিতে এসেছি। এখনো লাইনে দাঁড়িয়ে আছি। যে লম্বা লাইন তাতে আরও এক ঘণ্টা আগে ভোট দিতে পারব বলে মনে হয় না।
আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর ভোটার শারমিন আক্তার বলেন,এবারই প্রথম ভোটার হয়েছি।
নিজ হাতে,পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। দয়া হাটা গাউসুল আজম জিলানী দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার সুমাইয়া আক্তার। সুমাইয়া বলেন, সকাল ৭ টায় কেন্দ্রে এসেছি।পৌনে এগারোটা পাড় হয়েছে।অনেক ভোটার। দীর্ঘ লাইন পাড় হয়ে কেন্দ্রে এসেছি।
সনিয়া আক্তার বলেন, নির্বাচনের একদিন আগে ভেবেছিলাম ভোট ঠিকঠাক দিতে পারবো কিনা।ভোট দিতে এসে পরিবেশ ভালো দেখছি।এমন পরিবেশ থাকলে মানুষ আরো ভোট প্রয়োগে আগ্রহ বাড়াবে।
সরকারি পাইলট উচ্চ বিদ্যাল কেন্দ্রের নতুন ভোটার আরিফুর রহমান বলেন, জীবনে প্রথম ভোটার হয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি। তবে ভোট দিতে পারবো,এটা ভেবেই ভালো লাগছে।
আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল হোসেন তালুকদার বলেন, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে।
ভোটরদের দীর্ঘ লাইন শুরু হয়। ভোটাররা নির্বিগ্নে তাদের ভোট দিচ্ছে।
শ্রীনগর উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানাগেছে, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন মোট ভোটার ২ লাখ ৫১ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ১ লাখ ৩১ হাজার ৩৪৩ জন ও পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪০১ জন। ১২৮ টি ভোট কেন্দ্রে ভোট দিবে এইসব ভোটাররা। এরমধ্যে ঝুকিপূর্ন ৮৭ টি ও ১৯ টি অতিঝুকিপূর্ন কেন্দ্র রয়েছে।
উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে শুধু ভাগ্যকুল ইউনিয়নে ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।
নির্বাচনে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, পুলিশের ১৪টি মোবাইল টিম, ৫টি স্টাইকিং ফোর্স, একটি রিজার্ভ টিম থাকবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের মোট ২হাজার ৯শ ৪৫জন দায়িত্ব পালন করছে।
উপজলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টির মধ্যেই বাংলাদশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর বিপক্ষে নিবার্চনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা।
শ্রীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার ১৪ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোটারদের উপস্থিতি ও ব্যাপক। তবে সবচেয়ে বেশি লক্ষণীয় প্রতিটি কেন্দ্রে নারী ও তরুণ ভোটার সংখ্যা। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছে। আশা করি বিকেল পর্যন্ত এ অবস্থায় থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ