আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশালের রাস্তায় মানুষের ঢল 

বরিশালের রাস্তায় মানুষের ঢল 

 

 

করোনা ভাইরাসে দেশে নতুন করে ২৪ ঘণ্টায় আরও ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে এ সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে । এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। এ ভাইরাসের আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এমনটা চলতে থাকলে পুরো বাংলাদেশে করোনার যুকি বাড়তেই থাকবে । সরকার কঠোর অবস্থানেও থাকলেও মানুষকে ঘরে ভিতরে রাখতে পারছে না । অন্যদিকে ঢাকার গার্মেন্টস পুনরায় চালু হওয়ায় রাস্তায় যেন মানুষের ঢল নামছে এতো করে করোনা ভাইরাসের যুকির মধ্যে পড়তে পারে সমগ্র দেশ । এ দিকে সরকারি ছুটির দশম দিনে বরিশাল মহানগরীতে সকাল থেকেই রাস্তায় নেমে আসে মানুষ। মনে হয় পরিস্থিতি যেন আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে নেয় কোন ভাইরাস । রিকশা-অটোরিকশা ভ্যানে, মটরসাইকেল ও সাইকেলে করে বেরিয়ে আসছে সাধারণ জনগন রাস্তায়। মনে হয় যেন সরকারি কোনো নির্দেশনা নাই সব কিছুই স্বাভাবিক । অন্যদিকে রাস্তায় বের হওয়া মানুষকে ঘরে ফেরাতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে সকাল থেকেই নগরীতে সেনাবাহিনীর বিশেষ টিম নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাস্তায় নেমে আসা মানুষকে সতর্ক করছেন। নির্দেশনা না মানা দোকানপাট গুলোর সাটার নামিয়ে দিয়েছেন। করেছেন জরিমানাও ।এছাড়াও নগরীর প্রত্যেকটি মোড়ে চেকপোষ্ট বসিয়ে রিক্সা, মোটর সাইকেল সার্চ এবং দুইজন কিংবা তিনজন দেখলেই তাদেরকে নামিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কিন্তুু কোন ভাবেই থামানো যাচ্ছে না রাস্তায় নামা এই মানুষের স্রোতকে । এ ব্যপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুদা বলেন , আমরা বিভিন্ন স্থানে লোকজনকে সামাজিক দূরত্বের বিষয়টি বোঝাচ্ছি এবং যে সমস্ত দোকানপাট খোলা আছে তাদেরকে বন্ধ করে দিতেছি যারা শুনছেন না তাদেরকে জরিমানা করছি এবং সরকারি নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করে আসছি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ