আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ ইং

কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৬ জন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা এই মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে রেজাউল করিম রাসেল, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ।

বিএনপি এবার নির্বাচনে যাবেনা বিধায় বর্তমান মেয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়াকৈর পৌরসভার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুস্তম শরীফ। মেয়র পদে ইসলামী আন্দোলনে মুর্শিদ হোসাইন। এছাড়া স্বতন্ত্র থেকে দুলাল উদ্দিন, ইয়াকুব শেখ ও গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ