বরিশাল প্রতিনিধি
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানায় বাড়ির পাশে লোকজন সমাগম করে একাত্রিত হয়ে ক্রিকেট খেলতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার ( ৩ এপ্রিল ) বিকাল সাড়ে ৪ টায় গোলাম রব্বানির বাড়ির সামনে ক্রিকেট খেলার পরে এ হামলা চালায় ওই এলাকার বখাটে সন্ত্রাসীরা । আহতরা হলেন ওই থানাধীন ৩ নং মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বাশঁবুনিয়া গ্রামের মোঃ জয়নাল খানের পুত্র মোঃ জাহাঙ্গীর খান (৪৫) ও মৃত সেকেন্দার আলি হাওলাদারের ছেলে মোঃ মোতালেব হাওলাদার এবং চানমিয়া , পলাশ , নয়ন । এদের মধ্যে ঘটনার আগের দিন পলাশ ও নয়ন কে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারে এ সন্ত্রাসীরা ।
আহতের স্বজনেরা জানান ,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সাধারণ মানুষ একাত্রিত হয়ে কাজ করছে ঠিক তেমন সময়ে বাড়ির পাশে নিজ জমিতে লোকজনের সমাগম করে ক্রিকেট খেলতে নিষেধ করায় ওই এলাকার নুর হাওলাদারের সন্ত্রাসী ছেলে মনির ও এমাদুল হাওলাদারের নেতৃত্বে আবু্, মামুন , শাকিল , রাসেল , নাজমুল , সাগর , বেল্লাল সহ অজ্ঞাত ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ছুড়ি,চাপাতি ,লাঠি নিয়ে ঘটনার সময় জাহাঙ্গীরের উপরে হামলা চালায় তাকে বাচাতে তার স্বজনরা ছুটে আসলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও লাঠিপেটা করে সকলকে গুরুতর জখম করে। তাদের ডাক -চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা এ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । এ হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, আহত জাহাঙ্গীরের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ।
আহত জাহাঙ্গীর জানান, বর্তমানে এ সন্ত্রাসীরা আমাদের পরিবারকে হত্যাসহ লাশ গুম করার হুমকি দেয় । এ নিয়ে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুকির মধ্যে দিন কাটাচ্ছি । অন্যদিকে তিনি আরো বলেন, এ সন্ত্রাসীরা আমাদের উল্টো সামাজিক ভাবে হেনস্থ ও ফাঁসানোর জন্য সমাজের ভিতরে বদনাম রটানোর চেষ্টা চালাচ্ছে । এই ঘটনা নিয়ে মঠবাড়িয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনদের আরও জানান।