আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সাভার হাইওয়ে থানার উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক :

আজ (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।

এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার সাভার হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাভার হাইওয়ে থানার ওসি মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারী ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের মাঝে জনসচেতনতামুলক লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়।

এরপর থানা প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি আতিক বলেন, সড়কের মড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে যা অত্যান্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এসময় তিনি আরো বলেন উচ্চগতি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। একটি সমিক্ষায় দেখা গেছে ২০২০ সালে সড়ক দুর্ঘটনার প্রায় ৮৪শতাংশের জন্য দায়ী ছিলো উচ্চগতি। তাই আমাদের এবারের সড়ক দিবসের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানটির যথাযথ প্রয়োগ দরকার।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার টিআই সাইফুল ইসলাম, নয়ারহাট আন্তঃজেলা বাস- ট্রাক মালিক সমিতির সভাপতি সাইজুদ্দিন মহাজন, সাভার পরিবহন লিঃ এর চেয়ারম্যান সোহরাব হোসেন ও ধামরাই ডি-লিংক পরিবহনের মালিক মঞ্জুরুল ইসলামসহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ