আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

দেওয়ান লিয়াকতের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি র‍্যালী

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারাদেশ। এ আন্দোলনে যোগ দিয়ে আশুলিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির র‍্যালী আয়োজন করেছে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

শুক্রবার(২২ অক্টোবর) বিকালে আশুলিয়ার জিরাব এলাকা থেকে গাড়িবহর নিয়ে নরসিংহপুর এলাকায় আসেন সাভার উপজেলা আওয়ামীলীগের কার্য্যনিবাহী সদস্য ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য দেওয়ান লিয়াকত।

 

এরপরে ইয়ারপুর ইউনিয়নে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সাথে একযোগে নরসিংহপুর থেকে আব্দুল্লাহপুর- আশুলিয়া মহাসড়কে র‍্যালী বের করেন তারা।

র‍্যালী শেষে জনসমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ান।

আসন্ন ইয়ারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা দেওয়ান লিয়াকত বলেন, শান্তির মিছিলের মাধ্যমে আমরা সাম্প্রদায়িকতা মুছে দিতে চাই। শান্তির মিছিলে আমরা জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, আমরা সবাই ভাই ভাই। সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে কাউকে আলাদা করে দেখার কিছু নেই।

কাদির দেওয়ান বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের মিছিলে এভাবে সাধারণ জনগণের অংশগ্রহণই প্রমাণ করে জনগণ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চায় না। এটি প্রমাণ করে জনগণের মনে আওয়ামীলীগের জন্য ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।

ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ এসময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ