আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঝালকাঠিতে সনদ বিতরনের মধ্য দিয়ে হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা

ইমাম হোসেন :

ঝালকাঠিতে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হ্যালো.বিডি নিউজ২৪.কম কতৃক আয়োজিত শিশু সাংবাদিকতা বিষয় শিশুদের দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা হ্যালো.বিডি নিউজ ২৪. কম এর সম্পন্ন হয়েছে।

২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঝালকাঠি শিল্পকলা একাডেমি সভাকক্ষে বিডি নিউজ ২৪.কম’র জেলা প্রতিনিধি পলাশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক মানিক রায়। এছাড়াও দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষনার্থীদের মাঝে হ্যালোর সাব এডিটর সৈয়দা মহুয়া জান্নাত মৌ, পলাশ রায়, চিত্তরঞ্জন দত্ত প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে শিশু সাংবাদিকতার উপর শিক্ষার্থীদেরকে প্রশিক্ষন দেন।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর’২১খ্রি: শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির সভাকক্ষে
বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে
ঝালকাঠিতে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন শিশু শিক্ষার্থী কর্মশালায় অংশ গ্রহণ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ