আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

সোনাদিয়া চ্যানেল থেকে ২ জলদস্যু আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৩ টি দেশীয় তৈরি অস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ দুই জলদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব-১৫ । রবিবার (৮ আগস্ট) রাত সাড়ে এগারটার দিকে উপজেলার সোনাদিয়া চ্যানেলের প্যারাবনে অবস্থানের খবর পেলে জলদস্যুদের ধরতে অভিযানে নামে র‍্যাব । এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের নাজের হোসেনের ছেলে মো. রাশেদ ও আবু তৈয়বের ছেলে মো. মিজানকে আটক করতে সক্ষম হয় । বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বঙ্গোপসাগরে টেকনাফ শামলাপুরের পশ্চিমে সমুদ্রের গভীরে মাছ ধরার ট্রলার, মাছ, জাল সহ ৫০ জন জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা । এরই সূত্র ধরে অভিযান চালিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে দুজন জলদস্যুকে আটক করতে সক্ষম হয় । আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ