আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

ধান খাওয়ার অপরাধে বাবুই পাখির বাসায় আগুন দিয়ে পুড়িয়ে মারলো ৩৩টি ছানা

নিজস্ব প্রতিবেদক :

বাবুই পাখিতে ধান খায় বলে বাঁশের মাথায় খড় পেচিয়ে তাল গাছের মাথায় বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ৩৩টি ছানা চরম নিষ্টুরভাবে পুড়িয়ে মারা হয়েছে।ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে পাখি প্রেমী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় তুহিন তাওহীদ জানান, জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারেন ৩৩টি বাবুই ছানা।নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ মানুষ করতে পারে, তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখির অপরাধ হচ্ছে ‘ক্ষেতের ধান খাওয়া’।এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।।এলাকার পাখিপ্রেমী রিয়াজুলি ইসলাম বলেন, ঝালকাঠি বন বিভাগকে শনিবার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হচ্ছে সামাজিক বন বিভাগের। তবুও আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব।বাবুই পাখির বাসায় আগুন দেয়া জালাল সিকদার বলেন, আমার ক্ষেতের ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এ জন্য দারুনভাবে অনুতপ্ত।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ