আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

হোম কোয়ারেন্টান না গিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করায় কারনে জরিমানা

খান ইমরান , বরিশাল 

 

গত চারদিন পূর্বে ঢাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এলাকায় এসে হোম কোয়ারেন্টাইনে না গিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের করিম সরদারের পুত্র রুহুল আমীন সরদারকে (২৫) তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায়ের পাশাপাশি তার বসতঘরে লাল নিশান উড়িয়ে দেয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

অপরদিকে উপজেলার কমলাপুর গ্রামের একাধিক বাসিন্দারা জানান, ওই গ্রামের হানিফ মজুমদারের পুত্র মনির মজুমদার শ্বশুর বাড়ি মাদারীপুর থেকে পালিয়ে কমলাপুর গ্রামে আসলে এলাকায় করোনা আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হলে মনির মজুমদারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ