আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

শিবচরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াসিম-কে নির্বাচনী প্রচারনার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ মার্চ) রাতে ইউনিয়নের কলাতলা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রচার প্রচারনা। তবে নির্বাচনের কোন নিয়ম নিতির তোয়াক্কা করছেনা অনেক প্রার্থীরাই। শনিবার রাতে নিলখী ইউনিয়নের চেয়রামান প্রার্থী মোঃ ওয়াসিম একটি গাড়ি নিয়ে অধিক লোকজন নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছিল। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াসিমকে ১০ হাজার টাকা জরিমানা করে। এবং আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেই সতর্ক করে সবাইকে ছেড়ে দেয়া হয়। এসময় সংসদ সদস্যর স্টিকার লাগানো একটি গাড়ি ব্যাবহার করার অভিযোগ ওঠে। তবে এই বিষয়টি এড়িয়ে যান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ ব্যাপারে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি মোবাইলে জানান, নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াসিম কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তাদেরকে আগামীতে যেন এমনটি না হয় সেই বিষয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। তবে সংসদ সদস্যর স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হয়েছে কিনা এ বিষয় তিনি কিছু জানেন না বলে জানান। উল্লেখ্য আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউপি নির্বাচনে শিবচরের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়ার কথা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ