নিজস্ব প্রতিবেদক :
সাভারে ট্রাকের চাপায় রায়হান (২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
শনিবার (২০ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সাভারের কোটবাড়ি এলাকার রতন মোল্লার ছেলে। তিনি সাভার কলেজের অনার্স পড়ুয়া ছাত্র। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে সাভার থেকে কোটবাড়ি যাচ্ছিলেন রায়হান। তিনি পাকিজার সামনে ইউটার্ন করছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুত গতির আলুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এব্যাপারে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক রহিম বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় পাঠিয়েছি। একই সাথে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।