আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শেখ হাসিনা থাকলে কৃষি ও কৃষিবিদবান্ধব সরকার থাকবে-এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে।দেশের কৃষি ও কৃষক বাঁচাতে এই খাতে ব্যাপক ভতুর্কি দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সার দাবি করায় প্রাণ দিতে হয়েছিল কৃষকদের। আর বঙ্গবন্ধু কন্যার সরকারের আমলে বিনামূল্যে সার ও বীজ এখম কৃষকদের দ্বারে দ্বারে পৌছিয়ে দিয়েছেন।শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১ ভোলার লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘কৃষক প্রশিক্ষণ কেন্দ্র’ ও প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনা থাকলে কৃষি ও কৃষিবিদবান্ধব সরকার থাকবে ।আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষির উন্নয়ন হয়, কৃষকের ভাগ্যোন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেয়ায় বাংলাদেশ এখন খাদ্যে উদ্বত্তের রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারি কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ