আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ভাইরাস সংক্রামন থেকে বাঁচতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাজার উৎপাদন

ইমাম হোসেন , ঝালকাঠি প্রতিনিধি 

 

বর্তমান সময় করোনা ভাইরাসের সংক্রামন থেকে মানুষকে বাঁচাতে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় ল্যাবরেটরিতে চলছে হ্যান্ড স্যানিটাজার উৎপাদন। বাজার থেকে হ্যান্ড স্যানিটাজার উধাও হলেও এবার ঝালকাঠিতেই হ্যান্ড স্যানিটাজার উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজার একটি অতিব জরুরি। আর এমন সময় হঠাৎ ঝালকাঠির বাজার থেকে গায়েব হ্যান্ড স্যানিটাজার। তবে এই সংকটাপুর্ন সময় ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদ হোসেন খানের তত্ত্বাবধানে সরকারি উচ্চ বিদ্যালয় এবং হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ঝালকাঠিতেই স্যানিটাইজার তৈরি করছে। প্রাথমিকভাবে ৫০ মিলিগ্রামের পাচ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে চলছে উৎপাদন যগ্য তাদের এই উদ্বোগে ঝালকাঠিবাশি কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ