আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

বরিশালে চন্দ্রমোহনে চর পাওয়ার চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে জেল

খান ইমরান :

অবৈধভাবে বালু এবং মাটি কাটার ফলে প্রতিদিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের মানুষ, এতেকরে নদীর পারেন অনেক গ্রাম প্রতিদিন বিলিয়ন হয়ে যাচ্ছে।

বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশে মোঃ মেহেদী হাসান সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর এর নেতৃত্বে আজ ৫ ফেব্রুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চর পাওয়ার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে সরকারি চরের মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী খালেক হাওলাদারকে ৩ মাস, বায়োজিদ হাসানকে ১ মাস এবং শিমুল মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ভেকু আটক করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ