মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :
মুজিববর্ষে ভোলার লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেলথ ডেস্ক’র মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, মানবিক সহায়তা ও আইনি সেবা সমন্বয়ের লক্ষ্যে লালমোহন থানা ও দ্বীপ উন্নয়ন সোসাইটির মধ্যে ০৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার দুপুর ১২ টায় দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
প্রতিবন্ধীদের জন্য আইনি সেবা এবং মানবিক সহায়তা প্রদানের নিমিত্তে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এবং দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুস মিয়া সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।