আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

বরিশালে করোনা পরিস্থিতিকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি : মোবাইল কোর্টের জরিমানা

খান ইমরান , বরিশাল প্রতিনিধি 

করোনা পরিস্থিতিতে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমন করার লক্ষ্যে বরিশালে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট।

আজ শনিবার (২১মার্চ) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মেসার্স পুলিন বিহারীকে ১০ হাজার ও বাংলাদেশ অয়েল মিলকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিডি ক্রাইমকে, করোনা ভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি, অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার ও আরেকটি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যায্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

অভিযানে সহযোগীতা করেন র‌্যাব-পুলিশ সহ আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ