আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশালের সকল পার্ক-বিনোদনকেন্দ্রগুলোতে লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা

খান ইমরান,  বরিশাল প্রতিনিধি 

 

সারা বিশ্বে মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসটি নিয়ে এখন আতঙ্কিত গোটা বিশ্ব। খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে। কিংবা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে।

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতায় কুয়াকাটা-কক্সবাজার সহ দেশের সকল পর্যটন এলাকা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।
তাই করোনা ভাইরাস রোধে বরিশালের সকল পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলো লোক সমাগমের উপর নিশেধাজ্ঞা জারী করেছেন প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান দৈনিক আগামীর সংবাদ বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালের সকল পার্ক-বিনোদনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে শুক্রবার (২০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকা, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক সহ বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারনকে প্রবেশে নিষেধ করছেন পুলিশ।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন বরিশালবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ