আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

সিরাজদিখানে সরকারী খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ 

সিরাজদিখান প্রতিনিধি :

 

সিরাজদিখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়েছে ।  রোববার ৬ ডিসেম্বর  সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের গাবের পাড়া  গ্রামে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার গাবের পাড়া গ্রামের গাবের পাড়া মৌজার, ১ নং খতিয়ানের ২৩৪ আর এস দাগের ১৮ শতাংশ সরকারী খাস জায়গা দীর্ঘদিন যাবৎ বেদখল থাকা ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । সূত্রে জানা যায়, ১৮ শতাংশ জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, সার্ভেয়ার আবু হানিফ, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন,‘সিরাজদিখানে যেসকল জায়গায় অবৈধ স্থানপনা আছে তা ধারাবাহিক ভাবে দখল মুক্ত করা হবে । ’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ