আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

বরিশালে কোয়ারেন্টাইনে থাকা ১ জনকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য কর্মকর্তারা

খান ইমরান , বরিশাল প্রতিনিধি

 

বরিশালে কোয়ারেন্টাইনে থাকা ১ জনকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য কর্মকর্তারা
বরিশাল জেলায় কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের মধ্যে ১ জনকে খুঁজে পাচ্ছেনা স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তাকে সন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন।

এদিকে বরিশালে উদ্বোধনের দুই দিন পরই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করে দেয়া হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় জনগণকে জনসমাগমে যেতে নিরুৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশে গত শনিবার রাতে মেলার কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি আত্মগোপনে চলে গেছে। পরিবারের সদস্যরা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে সে পটুয়াখালীতে নিজস্ব তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে আছে। তবে তাকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। আত্মগোপনে থাকা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ