আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

জীবন ঘড়ি কবিতা

খান__ইমরান

ঘড়ির কাঁটা বাজছে দেখ টিক টিক
জীবন সময় যাচ্ছে চলে ঠিক ঠিক
হেলায় খেলায় কাটাইও না সময়
মৃত্যু কিন্তু দিবে না সুযোগ তোমায়
সময় মত আসবে সে হবে না একটুও দেরি
তাকিয়ে দেখ কয়টা বাজে তোমার জীবন ঘড়ি
প্রভুর হুকুমে জীবন গড়ো থাকতে হাতে বেলা
জীবন ঘড়ি থামবে হঠাৎ করোনা তাই হেলা
এই জীবনটা প্রভুর দান খেল তামাশা নয়
নাযিলকৃত প্রভুর বানী আল-কোরআনে কয়
শেষ কথা লিখেছি এখন দেখে নাও আছি
খোদার রাহে ক্ষুদ্র জীবন লাগাও বন্ধু বাজি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ