ইমাম হোসেন :
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর এ সম্মেলনের মধ্য দিয়েই ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার ১৬ অক্টোবর বিকাল ৪টায় ঝালকাঠি কলেজ মোড়স্থ মল্লিক সিন্ডিকেট সভাকক্ষে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ত্রি- বার্ষিক সম্মেলনে সাংবাদিক মো: আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো: আজমীর হোসেন তালুকদার, সাংবাদিক এস এম জালাল শাহ, সাংবাদিক এজিএম মিজানুর রহমান, সাংবাদিক
মো: আলমগীর হোসেন, সাংবাদিক মো: রিয়াজ খান অশ্রু, সাংবাদিক মো: মিজানুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর ফরাজী, সাংবাদিক
অমিত কংস বনিক, সাংবাদিক আসগর আলী মল্লিক, সাংবাদিক খন্দকার সুমন, সাংবাদিক
সৈয়দ আকন বাবু প্রমুখ। এ সময় বক্তারা সাংবাকিদের স্বার্থ রক্ষায় ও ঐক্য গঠনে রিপোর্টার্স ইউনিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
উক্ত সভায় মো: আসিফ সিকদার মানিককে সভাপতি, এজিএম মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও এইচ এম রিয়াজ খান অশ্রুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর শুক্রবার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সহ একই সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানান রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।