আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

 

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে ২৮ পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লালমোহন পৌর শহরের থানার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন বরিশাল কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের চর উদয় গ্রামের মৃত সিরাজ মাঝির ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান ও এএসআই হাসান লালমোহন থানার মোড় বঙ্গবন্ধু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন কে আটক করেন। এসময় তার সাথে থাকা সিগারেটের প্যাকেটে ভিতরে লুকানো ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০, তারিখ-১৬ অক্টোবর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ