রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কুলাউড়া উপজেলার কুলাউড়া টু রবিবাজার রাস্তার কাজের অগ্রগতির প্রতিবাদে নর্তন ফানাই নদীর ব্রিজ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।কুলাউড়া অয়েল ফেয়ার এসোসিয়েশন কাতার এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন এর সঞ্চালনায়, উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,, আব্দুল জলিল জামাল,চেয়ারম্যান ৮নং রাউৎগাঁও ইউ,পি।আব্দুল মোক্তাদির মনু,সদস্য ৫নং ওয়ার্ড,৮নং রাউৎগাঁও ইউ,পি। আব্দুল্লাহ আল মনি, সাংগঠনিক সম্পাদক কুলাউড়া উপজেলা যুবলীগ। আকবর আলী আকুল,বিশিষ্ট ব্যাবসায়ী চৌধুরী বাজার। সারওয়ার হুসেন চৌঃ মুন্না,ছাত্রলীগ নেতা।দিলীপ দা, মঞ্জুরুল আলম মঞ্জুর, আব্দুল ওয়াদুদ অনিক ছাত্রদল নেতা। জামাল আহমদ, ছাত্রদল নেতা। আশরাফুল ইসলাম জুয়েল,সাংবাদিক। উওম মল্লিক, আক্কেল আলী, শাকিল প্রমূখ। গত ২ বছরের কাছাকাছি সময়ে রাস্তার কাজের অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের কথা চিন্তা করে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৮নং রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তার কাজ দ্রুত গতিতে শেষ করবেন।