আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

পত্রিকায় বিক্রেতা ফারুককে কুপিয়ে জখম

খান ইমরান , বরিশাল প্রতিনিধি 

 

বরিশালের কাশিপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পত্রিকা বিক্রেতা ফারুক ও তার স্ত্রী কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা বলে জানা গেছে ।

আহতরা হলো বিমানবন্দর থানার ওই এলাকার ৩ নং ওয়ার্ড তিলক গ্রামের আব্দুল কাদেরের ছেলে পত্রিকা বিক্রেতা মোঃ ফারুক হোসেন (৫০) ও তাই স্ত্রীর রোকেয়া বেগম (৪৫)।গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তার বাড়ির দক্ষিণ পাশে নিজ জমিতে বসে এই হামলা চালায় সন্ত্রাসীরা। আহত ফারুক হোসেন জানান, আমার সম্পত্তির উপর পূর্বে তারা দুটি ঘর জোরপূর্বক ভাবে নির্মাণ করেছে বর্তমানে তারা আমার ক্রয়কৃত জমির উপর পুনরায় আরেকটি ঘর নির্মাণ করতে চায়।এ সন্ত্রাসীরা একই গ্রামের মুক্তিযোদ্ধা মো:সিরাজুল মুন্সির ছেলে মোঃ সেলিম মুন্সি ।

তিনি আরো জানান. আমি প্রায় ২০/২২ বছর পূর্বে সিরাজুল মুন্সির ভাই আয়নালের ছেলেদের কাছ থেকে এই জমি ক্রয় করি। জমি ক্রয়ের সময় সিরাজুল ইসলাম এক নম্বর সাক্ষী হিসেবেও ছিল। জমি ক্রয়ের পরে কিছুদিন আমি শান্তিপূর্ণভাবে জমি ভোগ দখলে ছিলাম কিন্তু পরবর্তীতে জমির দাম বৃদ্ধি পেলে আমার ক্রয়কৃত জমি সিরাজুলের ছেলে সেলিম অন্যায় ভাবে দাবি করে ।

এ নিয়ে একাধিকবার সালিশির মীমাংসা হলেও তাতে কোন লাভ হয়নি । কিছুদিন পরে আবার এই জমির মালিক হিসেবে দাবি করে এ সন্ত্রাসীরা । তারা এলাকায় ক্ষমতাশালী হওয়া কোন সালিশ মিমাংসায় যেতে চায়না। সিরাজুল মুন্সির মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আছে সে কাউকে পরোয়া করে না । সন্ত্রাসী তান্ডব চালিয়ে এই জমি দখল করে নিতে চায় বলে জানা গেছে । ঘটনার দিন সেলিমের নেতৃত্বে তার পিতা মুক্তিযোদ্ধা সিরাজুল মুন্সী, স্ত্রী ফরিদা বেগম, আনোয়ারা সহ অজ্ঞাত ৭/৮জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ছুরি, লাঠি নিয়ে এই হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।

বর্তমানে তারা শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । আহতর ছেলে রাসেল হোসেন আরো জানান, আমাদেরকে এই সন্ত্রাসীরা নানা সময় হত্যাসহ লাশ গুম করার হুমকি দেয় এ নিয়ে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত আতঙ্কের ভেতরে দিন কাটাচ্ছি । এ জমিতে একাধিক বার লাগানো গাছ তারা কেটে ফেলছে ।

এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই রুহুল আমিন জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগত ব্যবস্থা নেয়া হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ