সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারী চক্রের ২ সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তার উপর থেকে পথচারীদের সহায়তায় ছিনতাইকারী চক্রের ২ সদস্য কে সিরাজদিখান থানার এসআই সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন। যানা জায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেওয়াটখালী গ্রামের আঃরহিম চোকদারের ছেলে মেহেদী হাসানের অটোরিকশা হাসাড়া থেকে সিরাজদিখান থানা এলাকা নিমতলার উদ্দেশ্য ভাড়া করে নিয়ে আসে ছিনতাইকারী চক্রটি রাস্তার মাঝখানে অস্রের ভয় দেখিয়ে অটো নিয়ে পালিয়ে যাবার সময় চালকের ডাক চিৎকারে এলাকবাসী ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার চেংরাকান্দী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃজুয়েল (৪০)অপর ছিনতাইকারী কুমিল্লা জেলার লাকশাম থানার পুংগাও গ্রামের মৃত আঃরহমানের ছেলে মোঃ অহিদ মিয়া (৪০)সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃফরিদউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।