আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সাভারে গৃহবধূ  হত্যা স্বামী পলাতক

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে পারিবারিক কলহের জেরে জুলেখা (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লিটনের বিরুদ্ধে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার তনু ভীলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুলেখা কুস্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। সে লিটনের স্ত্রী। লিটন রাজমিস্ত্রীর কাজ করতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় লিটন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে৷ সকালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই নিহতের স্বামী লিটন পলাতক রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, ধারণা করা হচ্ছে লিটন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে৷ তাই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে নিহতের স্বামী লিটনকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ