আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

নিলা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে ছবিঘরের মানববন্ধন ও মৌন মিছিল

 

প্রিন্স ঘোষ :

সাভারে নীলা রায় হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে রবিবার সকাল ১০ ঘটিকায় সাভার বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন ও মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল পালন করেছে সাভার এর স্বেচ্ছাসেবী ও ছবি নিয়ে কাজ করা সংগঠন ছবিঘর।সেখানে উপস্থিত ছিলেন ছবিঘরের সভাপতি হাসিবুল হাসান ইমু ও প্রতিষ্টাতা প্রিন্স ঘোষসহ অন্যান্য সদস্যবৃন্দ। এই ব্যাপারে ছবিঘরের সভাপতি হাসিবুল হাসান বলেন এমন অপরাধ বন্ধ করার জন্য প্রথমত সকল অভিভাবকদের সচেতন হতে হবে ও সন্তানকে সুশিক্ষা দিতে হবে।ছবিঘরের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ বলেন সাভারে যতো কিশোর গ্যাং আছে সেগুলোকে সনাক্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে তবেই এমব অপরাধ রোধ করা সম্ভব হবে।ছবিঘরের সাধারণ সম্পাদক রাতুল ঘোষ এ ব্যাপারে বলেন তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এইসব কিশোর গ্যাংকে বন্ধ করার জন্য।উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রেখেছন তাদের জন্য ফাউন্ডেশন এর সভাপতি ইদ্রজিত চৌধুরীসহ ছবিঘরের অন্যান্য সদস্যবৃন্দরা। বঙ্গবন্ধু চত্ত্বর থেকে তারা মৌন মিছিল নিয়ে সাভার থানা স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে এসে মর্ডান প্লাজা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়,সেখানে খুনি মিজানের ফাসির দাবীতে তারা শ্লোগান দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ