আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সাভারে শিক্ষার্থী নিলা রায় হত্যায় আটক সেলিমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়  

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে শিক্ষার্থী নিলা রায় হত্যাকান্ডের আলোচিত ঘটনায় প্রধান সহযোগী সেলিম পালোয়ান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। তবে প্রধান আসামি মিজানুরকে এখনও গ্রেফতার করতে পারে নি পুলিশ। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ আরিচায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম পালোয়ান সাভারের পালপাড়া এলাকার হাফিজ পালোয়ানের ছেলে। সে হত্যাকান্ডের সময় মিজানুরের সাথেই ছিল বলে দাবি পুলিশের।

এদিকে তদন্তের জন্য মাঠে নেমেছে ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। গতকাল ২২ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডির একটি টিম। এসময় বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নিলা রায় নামের এক শিক্ষার্থীকে ছুড়িকাঘাত করে হত্যা করা হয়। পরে তার বাবা নারায়ন রায় বাদি হয়ে মিজানুর রহমানকে আসামি করে অজ্ঞাত আরও দুই থেকে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। পরে মঙ্গলবার রাতে সাবার থেকে তাকে আটক করা হয়। তবে সেলিম পালোয়ান এজাহারভুক্ত আসামি নয়।

প্রসঙ্গত, প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় গত ২১ সেপ্টেম্বর নিলা রায় নামের এক শিক্ষার্থীকে হাসপাতাল রিকশাযোগে বাসায় ফেরার পথে ছুড়িকাঘাত করে হত্যা করে মিজানুর চৌধুরী। নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকার একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে লেখাপড়া করত। অন্য দিকে আসামি বখাটে মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।

সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এক পর্যায়ে গত রাতে আরিচা থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ