আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ভোলায় করোনা সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরন করলো রোটারি ক্লাব অব স্কাইলাইন

 

ডেক্স রিপোর্ট :  

ভোলায় করোনা ভাইরাস সংএমনরোধে জনসচেতনতা সৃষ্টিতে পথচারি, ব্যাবসায়ী ও রিক্সাচালক সহ
বিভিন্ন পেশার মানুষকে মাস্ক বিতরন করেছে রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা। রবিবার দুপুরে শহরের সদর রোডের বিয়ে বাজার চত্বরসহ বিভিন্ন পয়েন্টে এ মাক্স বিতরন করে ক্লাবটি।এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস রেডক্রুিসেন্ট সম্পাদক আজিজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, আলীনগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্না, সমন্বয়কারি মেজবাহ উদ্দিন শিপু। এসময় আরো উপস্থিত ছিলেন বিয়ে বাজার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, ডি বি সি নিউজ প্রতিনিধি অচিন্ত্য, আবৃওি শিপ্লি শারমিন জাহান শ্যামলী , দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা করোনা সংএমনরোধে রোটারি ক্লাবের কায্ক্রমটি প্রশংসনীয় উল্লেখ করে বলেন, করোনা ভাইরাসের ভায়াবহতা মাথায় রেখেই সবাইকে মাস্ক ব্যাবহার করতে হবে। শুধু তাই নয়, নিজের পাশাপাশি অন্যকে ও সচেতন করতে হবে। এর আগে বন্যায় অসহায়গ্রস্থ চাষীদের মাছের পোনা বিতরন, ফলজাত ও বনজ গাছরোপন কমসূচীসহ বিভিন্ন সেবামূলক কায্ক্রম চালিয়ে আসছে ক্লাবটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ