আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবিতে মানববন্ধ

আরাফাত রহমান ওপি -মঠবাড়িয়া উপজেলাপ্রতিনিধি :
হিদু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় অন্ততঃ তিন দিন সরকারি ছুটির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় হিদু মহাজোট। আজ শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হিন্দু মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি  বাবু শ্যামল মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব বাবু লিটন সমদ্দার, হিন্দু মহাজোট পৌর শাখার সভাপতি বাবু বিনয় কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক রাজীব কুমার সাহা, যুব মহাজোট সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপষ দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার, মঠবাড়িয়া জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি রতন কর্মকার, বিদ্যুৎ সাওজাল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকে। পাঁচ দিনের দুর্গাপূজায় অন্ততঃ তিন দিন সরকারি ছুটির দাবি সব হিন্দু ধর্মাবলম্বীর। অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন আমরা সরকারি ছুটি চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ