মো: সাববির হাওলাদার ভোলা সদর প্রতিনিধি:
ভোলা জেলা ছাএলীগের সভাপতি হিসাবে ভোলা জেলা ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ কে আসন্ন ভোলা জেলা ছাএলীগের নতুন কমিটিতে সভাপতি হিসাবে দেখতে চায় ভোলা জেলা ছাএলীগ নেতাকর্মিরা তারা দাবী করেন ভোলার জনমানুষের আস্থা ও ভরসার স্থান এবং ভোলার উন্নায়নের রুপকার জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি (সাবেক সফল বানিজ্য মন্তী) ও তৃনমূল নেতাকমীদের আস্থা জনগননের ভালোবাসার মানুষ মইনুল হোসাইন বিপ্লব ভাইয়ের বিস্বস্থ হাতিয়ার তিনি এবং এই নেতা রাজপথের সাহসী সৈনিক একজন পরোপকারী ছাএনেতা । ভোলা জেলার ছাএদের সুখে দুখে পাশে আছেন বলে জানিয়েছেন আজ বুধবার ভোলা সরকারি কলেজের কবি নজরুল ইসলাম হলের ছাএলীগের সভাপতি মো: ইব্রাহীম হাসান আফনান তিনি আরও বলেন ভোলা জেলার ছাএলীগকে আরো শক্ত ও মানবিক ছাএ রাজনীতি গড়ে তোলার জন্য হিমেল মাহমুদ ভাইকে প্রয়োজন তিনি সাদা মনের একজন মানুষ।
কবি নজরুল ইসলাম হল ছাএলীগ ও ভোলা জেলা ছাএলীগ এর নেতাকমী্গন হিমেল মাহমুদ ভাইকে ভোলা জেলা ছাএলীগ এর সভাপতি হিসাবে দেখতে চায়।