আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

পিরোজপুরের কাউখালীতে মেজর সি আর দত্ত (বীর উত্ত)   সৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত

মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার যৌথ প্রযোজনায় সি আর দত্ত (বীর উত্তম) সৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি যুদ্ধকালীন ৪ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের আমৃত্যু সভাপতি ও  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এবং মেজর জেনারেলের এর দ্বায়িত্ব সুনামের সাথে পালন করছেন।
আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কাউখালী  উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সম্মাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ওকে পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ইন্দ্রজিৎ পাল, ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কিশোর হালদার, পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, ইউপি সদস্য নেপাল দে, যুব ঐক্য পরিষদের সুজন আইচ ও পঙ্কজ মণ্ডল প্রমূখ । এছাড়া সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ